আজব দেশের গুজব কথা বলছি কি আর শুনো,
রাস্তা দিয়ে প্লেন যে চলে জীপের সমান কেনো।
মাছগুলো সব মানুষ ধরে কেটেকুটে খায়,
মানুষের পিঠে ঘোড়া গুলো বাবু সেজে যায়।
আকাশ ভরা জল যে সেথা, পাতাল ভরা মেঘ
বাস যে ছুটে আকাশ পিঠে শূন্য তাহার বেগ।
বাঘের পিছে হরিণ ছোটে লম্বা যে তার সুর,
সিংহ মামা উড়ছে দেখো যাবে বহু দূর।
চাঁদের আলো লাগে ভালো তাপটা একটু বেশি,
সূর্য মামা রাত্তিরেতে দেয় যে মৃদু হাসি।
শীতকালে যে গরম লাগে থাকে খালি গায়
গরমকালে ভারী কাপর কিনতে সবাই যায়।
রাস্তা দিয়ে নৌকো চলে ডাঙ্গায় চলে গাড়ি,
উঁচুয় হেথা গোসল করে জলে সেথায় বাড়ি।
ইদুর দেখে ভয়ে মরে, বিড়াল ছানার দল
আজব দেশের গুজব কথা শুনবি কি আর? বল।
ছেলেরা সব বউযে সাজে মেয়েরা সব বর,
চলে যায় কনের বাড়ি কান্নাকাটির পর।
অইযে দেখো স্কুলগুলো রাত্তিরেতে বসে,
ঘুমিয়ে পরে শিশুগুলো যখন আলো আসে।
চড়ুই, টিয়ে, ময়না, কোকিল জলে তাদের বাস,
গরুগুলো মিয়াও মিয়াও ডাকছে বারো মাস।
কুকুর সেথায় হাম্বা ডাকে, ছাগল ডাকে ঘেউ,
সাপ_বেজী করছে খেলা দেখছে নাতো কেউ।
নারকেল পাতা গোল যে হেথা গাছের পাতা নীল,
অইযে দেখো আকাশ সবুজ কত সুন্দর মিল।
কি আর বলবো আজব কথা গুজব মনে হয়,
চলে আসবো ওদেশ ছেড়ে তাইতো লাগে ভয়।
সফর শেষে ওদেশ থেকে চলে এলাম ভাই,
আবার যাবো আজব দেশে যদি ছুটি পাই৷
কচুয়া, চাঁদপুর
০৩/০৭/২০২২ইং