তানজিম সরওয়ার নির্জন
জ্বালিয়েছো সমাজে ন্যায়ের আলো
নিভিয়েছো নিজের জীবন প্রদীপ
করেছো বীরবেশে মৃত্যুকে আলিঙ্গন।
আঠারো বছর বয়সের তেজ
কবি সুকান্ত বলেছিলেন বেশ
অন্যায় নির্মূল করতে গিয়ে
তাঁর ফুটালে আবার রেশ।
দেশের তরুণ যে নিশাচর
তুমি তাঁর দৃষ্টান্ত উজ্জ্বল
দেশের তরে সমরে আমরা
জীবনের মায়া করব পর।
২১শতকে তোমার পৃথিবীতে আগমন
মরনি তুমি,মরবেনা কখনো
সকলের হৃদয়ে পেয়েছো স্থান
পৃথিবীতে তানজিম রবে আমরণ।
২৭শে সেপ্টেম্বর ২০২৪
(চট্টগ্রাম কলেজ
এইচএসসি ২৫)