কত স্নিগ্ধ,শুভ্র,মায়াবী মুখগুলো
দেখলে বলতে মন চায়
আসো আমার সাথেই চলো।
কিন্তু সাধ আছে,সাধ্য নাই
তাই তাদের দেখে রাগে কষ্টে
মুখ ঘুরিয়ে চলি!
রাস্তার এ পাশ আর ও পাশ
থাকে বড়ই তফাৎ
একদল চলে ফাইজারো নিয়ে
আরেক দল থালা নিয়ে বাড়ায় হাত।
কালের ক্রম, হচ্ছে কত কি পরিবর্তন
শিশুগুলোর ক্ষেত্রেই কেনো ব্যতিক্রম?
যে বয়সে তাদের হাতে থাকবে বই,আনন্দের হৈ
সেই বয়সেই কেনো মানুষের কাছে হাত পাততে হয়?
খাবার একটু খারাপ হলেই ডাস্টবিনে হয় তার স্থান
অথচ এই সামান্য খাবারের জন্যই তাদের এত পরিশ্রম!
চোখ খুলুন ঘুমন্ত জাতি
ভেবে দেখুন এই জায়গায় থাকত
যদি আপনার ভাই-বোনটি
তাইলে কি ভাবতেন না
একে বের করে আনার পদ্ধতি?
যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে বলুন
এ আমার ভাই,এ আমার বোন
পরিবর্তনের শুরুটা হোক এখন!
পথশিশু নামক মায়াবী মুখগুলোকে
মুক্ত করে স্বাভাবিক জীবন দিলে
তারা ও হতে পারে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ন্যায়ই
তাই এই পথশিশুগুলোকে
স্বাভাবিক জীবন দেওয়া সময়ের দাবি!
(লিখার তারিখ:০৫.০৯.২০২৪)
(✍️~তুর্ণা
চট্টগ্রাম কলেজ
এইচএসসি ২৫)