সে কি ভেবেছিলো?
তার জন্যে ও আলাদা একটা দিন আসবে
যেদিন তাকে নিয়ে সবাই মাতামাতি করবে!
আর আমরা ও বড়ই আজব
যেই ছিল সবচেয়ে আপন
তাকেই করলাম পর
আবার তার জন্য দিবস রেখে হয়ে গেলাম পাগলের চেয়ে বড়ই পাগল!
যেই জিনিসটা মানায় ডাকে,রঙিন খামে,আবেগে ভরা খামখেয়ালিতে
হাতের ছোঁয়ায় পরশ এঁকে পরম সযত্নে
তাকে করতেছি আবদ্ধ কী-বোর্ডের রোষানলে
আবার সেখানেই খুঁজে বেড়ায় ৯০ দশকের সেই ভালোবাসা-আবেগকে!
তথ্য প্রযুক্তিতে আধুনিকায়নের ছোঁয়া
সেখানে ৯০ দশকের ভালোবাসা আবেগকে যাবে না আর পাওয়া!
✍️-তুর্ণা
চট্টগ্রাম কলেজ(দ্বাদশ)
০১.০৯.২০২৪