পুতুলের বয়স, খেলার সময়,
তবু কেন ভাঙলো শৈশবের মায়া?
অবুঝ শরীরে, ব্যথার আঘাত,
কে ছিল যার এমন নরপিশাচ হাত?
রুমের কোণায়, থরথর কাঁপন,
ভেঙে গেল সব রঙিন স্বপন।
ফ্যাকাশে মুখে নিঃশ্বাসের টান,
এই কী ছিল ওর জীবনের মান?
শাশুড়ির মান, সমাজের ভয়,
একটি শিশুর প্রাণ তার কাছে কিছুই নয়।
বুকফাটা কান্নায় মা দাড়িয়ে,
বোনের চোখে ও যে জল ঝরছে নিরবে।
দুলাভাই? না, পশু সে জানোয়ার,
মানবতার মুখে দিল কলঙ্কের ভার।
এই ঘৃণা আর কত সইবো?
কত প্রাণ হারাবে, কত রক্ত বইবে?
না, আর না, এবার জাগুক বিচার,
ওই দানবের হোক ফাঁসির হুংকার।
রক্ষা চাই না, দয়া চাই না,
এই পিশাচের বেঁচে থাকার অধিকার নাই, না।
ধর্ষকের একটাই শাস্তি — ফাঁসি, ফাঁসি, ফাঁসি।
০৭.০৩.২০২৫