শালীনতা রেখে বলি আমি,
ধোঁয়ার অধিকার এ দেখি ভ্রান্তি।
নারীর মানে কি বেপরোয়া প্রাণ?
কোন মূর্খ চাই প্রকাশ্যে ধূমপান?
লজ্জাহীন পথে হবে না জয়,
পর্দার ঊর্ধ্বে নেই কোনো শ্রয়।
শুদ্ধতার মিছিলে উঠুক গান,
সম্মানেই হোক মাতৃজাতি পরিচয়বান।
০৬.০৩.২০২৫