জীবনের সন্ধিক্ষণের অপেক্ষায়
বসুধা তুমি আমাকে দিও এইটুকু ঠায়
যেটুকু দিলেই অন্তত আমি পায় পরম মমতার আশ্রয়।
আমাকে এইটুকু আকড়ে ধরো বসুধা
যেটুকু ধরলেই আমি অন্তত আপদশূন্য
যেটুকু ধরলেই নির্বিঘ্নে মিথ্যা আশা গুলো অন্তত বাস্তব করা যায়
যেটুকু ধরলে অন্তত স্নেহের বাধনে বেধে রাখা যায়
যেটুকু ধরলে আমি অন্তত একটুকু স্বস্তি পায় যে,
না আমার ছাদ হয়ে বসুধাত আছে!
এইবার অন্তত স্বস্তির নিশ্বাস নিয়ে
নিজের স্বপ্ন কে প্রশস্ত করে
এই পথ নির্বিঘ্নে পাড়ি দেয়।
দিন যায় দিনের পরিক্রমায় রাতের আগমন
আমার জীবন
যুদ্ধটাকে ও মনে হয় আহ্নিক গতির ঘূর্ণন।
জীবনে স্বপ্ন পূরণের মহৎ উদ্দেশ্য নিয়েই যে
বসুধার সাথে হবে আলাপ সারাক্ষণ,
এইভাবে নিশ্চয়ই আসবে একদিন আমার জীবনের সন্ধিক্ষণ!
(১০.০৩.২০২৪
✍️-তুর্ণা
চট্টগ্রাম সরকারি কলেজ
এইচএসসি ২৫)