তিনটা অক্ষরের একটি শব্দ বিদায়
বলতে গেলে খুবই ছোট একটা শব্দ
আসলেই কি শব্দটা ছোট?
না,বিদায় শব্দটি কখনো ছোট নয়
যদি ও বা হতোই ছোট তাহলেই বা
কেনো এতো বর্ণনা শব্দটার?
বিদায় মানেই বেদনা,
বিদায় মানেই শত ঝঞ্চাট-নিস্পৃহতার মধ্যে
অশ্রুসিক্ত লোচন,
বিদায় মানেই মর্মভেদী একটা দৃশ্য!
বিদায় মানেই হতে পারে কান্না,হতে পারে হাসি
যেমন হবেই হোক,এই বিদায় আটকানোর নয়!
অনেক বিদায় দেখেছি,
প্রাতিষ্ঠানিক বিদায়কে বিদায় বলে মেনে নিতে পারিনি আজও
চলতে থাকা কলম চলতে থাকবে
না থামা অব্দি বলা যায় কী করে বিদায়?
আর প্রাতিষ্ঠানিক বিদায়কে মানবো কি করে হায়?
বিদায়টাকে যে র্যাগ ডে নাম দিয়েছে
মজার নামে কলুষিত করছে সমাজ!
তাহলে বিদায়ের মর্যাদা -মহাত্ত্ব থাকলো কোথায় আর!
(লিখার তারিখ-২৩.০১.২০২০)
(✍️~তুর্ণা
এইচএসসি ২৫
চট্টগ্রাম কলেজ)