এ মাটিতে রক্তের গন্ধ পাওয়া যায়!
এ মাটিতে ঘামের গন্ধ পাওয়া যায়!
এ মাটিতে অজস্র মায়ের চোখের পানির টলমলানি দেখা যায়!
এ মাটিতে দেখা যায় অজস্র সাহসী ভাই বোনদের বীরত্ব গাঁথা!
ভাবা যায়?এ মাটি আমার? এ মাটি বাংলার?
এ দেশের বুকেই লাল সবুজের পাতাকা উড়তে উড়তে ধ্বনিত হয়ে ছিল,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!
এ দেশের বুকেই এই বাংলার জনগণের মুখে ধ্বনিত হয়েছিল,
এ মাটিতেই জন্মেছি আমি যেনো এ মাটিতেই মরি!
এ বাংলার বুকেই বহু রূপ
তুলে ঝংকার,তুলে হুংকার,তুলে সম্প্রীতির সুর সুমধুর!
এ মাটি বহু ইতিহাস বলে
শুনিয়েছে ১৯৪৭,১৯৫২,১৯৫৪,১৯৫৮,১৯৬২,১৯৬৬,১৯৬৮,১৯৬৯,১৯৭০,১৯৭১,১৯৯০ এর সমাপ্তি মূলোৎপাটন
দেখিয়েছে ২০১৮,২০২৪ সফল জাগরণ!
এ মাটি আসলেই আমার,এ মাটি বাংলার!
এ বাংলার মাটিই আমার পরম আপন!
১২.০৯.২০২৪
✍️~তুর্ণা
চট্টগ্রাম কলেজ
এইচএসসি ২৫
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।
মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন,
একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন।
ঘরে তোল ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে,
গাও সারিগান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে।"- " উদ্যোগ"-কবি সুকান্ত ভট্টাচার্য
খুব সুন্দর লেখা। ভালো থাকবেন। শুভেচ্ছা।
এবারে যেন সুরে সুর লাগছেনা
হোঁচট খাচ্ছি বারে বারে
মায়ের আঁচলের গন্ধ নেই
এই নতুন পাওয়া দরবারে।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।