এ মাটিতে রক্তের গন্ধ পাওয়া যায়!
এ মাটিতে ঘামের গন্ধ পাওয়া যায়!
এ মাটিতে অজস্র মায়ের চোখের পানির টলমলানি দেখা যায়!
এ মাটিতে দেখা যায় অজস্র সাহসী ভাই বোনদের বীরত্ব গাঁথা!
ভাবা যায়?এ মাটি আমার? এ মাটি বাংলার?
এ দেশের বুকেই লাল সবুজের পাতাকা উড়তে উড়তে ধ্বনিত হয়ে ছিল,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!
এ দেশের বুকেই এই বাংলার জনগণের মুখে ধ্বনিত হয়েছিল,
এ মাটিতেই জন্মেছি আমি যেনো এ মাটিতেই মরি!
এ বাংলার বুকেই বহু রূপ
তুলে ঝংকার,তুলে হুংকার,তুলে সম্প্রীতির সুর সুমধুর!
এ মাটি বহু ইতিহাস বলে
শুনিয়েছে ১৯৪৭,১৯৫২,১৯৫৪,১৯৫৮,১৯৬২,১৯৬৬,১৯৬৮,১৯৬৯,১৯৭০,১৯৭১,১৯৯০ এর সমাপ্তি মূলোৎপাটন
দেখিয়েছে ২০১৮,২০২৪ সফল জাগরণ!
এ মাটি আসলেই আমার,এ মাটি বাংলার!
এ বাংলার মাটিই আমার পরম আপন!

১২.০৯.২০২৪
✍️~তুর্ণা
চট্টগ্রাম কলেজ
এইচএসসি ২৫