দিন দুপুরে আমার ভাই মরে
অথচ ন্যায়ের জন্য সে লড়ে।
আমাদের মোল্লা ও জেলে যায়
৯০ভাগ মুসলিম কি আগুন জ্বালায়?
হোক সে আপনাদের মহা গুরু
তাই বলে কি মানুষ মারার খেলা হবে শুরু?

আমাদের উপরে দিলেন অপবাদ
করলেন মুহূর্তে পুরো দেশকে কুপোকাত
খারাপ সময়ে সব ভুলে গিয়ে
এই সংখ্যাগরিষ্ঠরাই হলো আপনাদের ছাদ।
আমরা মন্দির পাহারা দিবো
আবার পাহারা দেওয়ার মানুষ ও হারাবো।.....
✍️-তুর্ণা
চট্টগ্রাম কলেজ
২৬.১১.২০২৪