তোকে নিয়ে এলোমেলো, কিছু সময় ফেলে আসা।
তোকে নিয়ে বারোমাস্যা, অবাধ ভালোবাসা।।
তোকে নিয়ে চড়াই উতরাই, কালবৈশাখী ঝড়।
জ্যৈষ্ঠ মাসের লোডশেডিং এ তোমার আমার ঘর।।
তোর শরীর জুড়ে ভীষণ আষাঢ়, আলোর ঝলকানি।
মুষল ধারে বাজিয়ে ছিলে, রাগ শ্রাবনী।।
ভাদ্র শেষে ও মন কেমন,ফালতু মুখ ভার।
দেখা হবে শিউলি তলায়, কিংবা কাশের ঝাড়।।
কার্তিক দার চায়ের স্টলে, ব্যস্ত কিছু কথা।
অগ্রহায়ণের শেষ রাতে, হঠাৎ নকশী কাঁথা।।
তোর জন্য পৌষ পিঠে, পাবন সারা বেলা।
কিনে দিও রামধনু চুরি, জমলে মাঘী মেলা।।
ফাগুন নেশায় দারুণ আগুন, রাঁধাচূড়ার দিন।
চোখের কোনে এক ফোঁটা জল, দিলাম বছরভরের ঋণ।।
এইভাবে বর্ষ যাপন, ব্যস্ত বারোমাস।
তোকে নিয়ে স্বপ্ন চয়ন, নতুন অবকাশ।।