চুপ থাকবো
আজকে আমি,
বলবে কথা
শুধুই তুমি।


☞এনেছি তোমার
সকল স্মৃতি,
শাড়ি, লিপস্টিক,
প্রদীপ-বাতি।


☞তোমার দেওয়া
ফুলগুলো আজ,
তুলেছে গড়ে
পুষ্প সমাজ।


☞রং-বাহারি
ড্রয়িং খাতা,
খামের মাঝে
চিঠির পাতা।


☞ছোটো-বড় সব
ঝিনুকমালা,
এনেছি সকল
হাতের বালা।


☞ছবি আঁকার
রংতুলি,
মেলায় কেনা
ওড়নাগুলি।


☞সবই যেন আজ
স্বপ্নে জড়িয়ে,
এক নিমেষে
গেলো ফুরিয়ে।


☞আজকের পর
আর দেখা নয়,
ভরবে জীবন
কষ্ট-ধোঁয়ায়।


☞তোমার চোখে
জল কেন আজ?
সবই তো শেষ,
বিদায় মিরাজ


বিদায় জানাই
অনামিকা,
কষ্টে ভরা
শেষের দেখা।