যায় বয়ে যায় বেশ কিছুদিন
মনে পড়ে আজও তারে,
হয়না কথা সে আজিকে
অন্য লোকের ঘরে!
হয়নি বলা সব কাহিনী,
বলছি এবার খুলে।
মরিচিকার পিছে যেন পা
বাড়িয়েছিলাম ভুলে।
কোনো একদিন এই বুকে যার
স্বপ্ন-পাহাড় ছিলো,
সে কি করে আরেক ঘরে
আমায় ফেলে গেলো?
দেখা হয়েছে আবারো সেদিন
বাংলা বর্ষ শেষে,
নববর্ষে তার জীবনে
ভিন্ন পুরুষ আসে।
মনের মাঝে স্বপ্ন দিয়ে
নানান কথার ছলে,
আমায় ফেলে গেলো চলে
ঘুর্ণিঝড় রিমালে।
মাসখানি পরে সেলফোন বাজে,
এসেছে তাহার ফোন।
চোখ দুটি বেয়ে আনন্দ-জল
উৎফুল্ল মন।
ফোন ধরে তার কঠোর কথা-
❝কেউ নই আমি তোমার!
গুছিয়ে নিও নিজেকে তুমি,
হয়েছে বিয়ে আমার।❞
দুনিয়াতে হায় দিনে দিনে আর
কি দেখাবে প্রভু?
আমি নাকি Immature,
ভালোবাসেনি কভু!
ভালো থাক সে বৃদ্ধ স্বামীর
দৌলতভরা ঘরে,
পড়বে আমায় একদিন মনে
হোক এক যুগ পরে।
আমার জন্য রেখেছেন আল্লাহ
মঙ্গল এখানেই,
করেছি রপ্ত বাহারি জ্ঞান
সমাপ্ত এখানেই।