ওগো হিজাবি,
কখন এলে?
মনের কথা
ফেলো বলে।


☞বলবো পরে।
আগে বলো,
তোমার কেন
দেরী হলো?


ঘন কুয়াশায়
ফজর সেরে,
এলাম চলে
তোমার তরে।


☞বইছে হাওয়া
ঠাণ্ডা ভারি।
খেজুর গাছে
রসের হাঁড়ি।


উঠছি গাছে
তাড়াতাড়ি,
আনছি পেড়ে
রসের হাঁড়ি।


☞খেজুরের রস
হাড়ি ভরে,
পেলাম কয়েক
বছর পরে।


এবার বলো,
বাসবে ভালো?
প্রেমের দীপে
জ্বালবে আলো?


☞তোমায় আমি
বাসি ভালো,
তুমিই আমার
দীপের আলো।


এটাই ছিলো
ভাগ্যে লেখা,
রোজ সকালে
হবে দেখা?


☞এসেছি আজ
কোচিং ছেড়ে।
আসবো আবার
শুক্রবারে।


কি করে ছেড়ে
থাকি এতোদিন?
তুমি ছাড়া যে
দিন বেরঙিন।


☞লিখবো চিঠি
রঙিন খামে,
মেখে নিও রঙ
আমার নামে।


হিজাবখানা
দিবে আমায়?
তার মাঝেতেই
দেখবো তোমায়।


☞আচ্ছা আমার
হিজাব নিও,
যত্ন করে
রেখে দিও।


রাখবো হিজাব
তোমার সাজে,
দেখবো রোজই
সকাল-সাঁঝে।


☞আজ তাহলে
আমি উঠি,
এখন হবে
কোচিং ছুটি।


আসবে কখন
শুক্রবারে,
বিকেল নাকি
প্রভাত-ভোরে?


☞বিকেলবেলা
নামাজ শেষে,
নদীর ধারে
বসবো এসে।