বসে আছি
আধঘন্টা হলো,
পড়তি বেলায়
সময় হলো?

☞নাহয় একটু
হয়েছে দেরী,
মোয়া এনেছি
হাতে গড়ি।

কিসের মোয়া,
কে বানালো?
আগে তোমার
নামটি বলো।

☞মোয়া নিজের
হাতে পাকা,
নাম আমার
"অনামিকা"।

নামটা তোমার
মিষ্টি ভারি।
একটা কথা
বলতে পারি?

☞একটা কেন?
হাজার বলো।
জিজ্ঞাসা করার
কি বা হলো?

না, কিছু না।
বলবো পাছে।
তোমার কিছু
বলার আছে?

☞একটা কথা
বলবো কিনা,
নামটা তোমার
হলো না জানা।

সে কথা তো
গিয়েছি ভুলে।
নামটা "মিরাজ",
ভদ্র ছেলে।

☞কি যেন তোমার
বলার ছিলো?
জলদি করে
বলে ফেলো।

পড়ে গিয়েছি
তোমার প্রেমে,
বেঁধেছি ছবি
মনের ফ্রেমে।

☞ভালোবাসাটা
বড্ড দামী।
আমায় কতোটা
চেনো তুমি?

পারছি না আর
সইতে তাড়া,
রূপ যে তোমার
নজরকাড়া।

☞আজ আমি যাই,
আজান হবে।
কাল প্রভাতে
সময় হবে?

আসতে আমায়
হবে কখন?
আসবো চলে
বলবে যখন।

☞রাত পেরুলেই
প্রভাত হবে,
ভোর ছয়টায়
দেখা হবে।

আজ তাহলে
আমি আসি।
জেনে রেখো,
ভালোবাসি।

☞আসবেনা ঘুম
রাত্রিবেলায়,
এবার তবে
জানাই বিদায়।

আজ আমারো
ঘুমটি হারাম।
বিদায়বেলায়
জানাই সালাম।