তাম্মি যেদিন মেসেজ দিলো
আমায় হঠাৎ করে,
ভেবেছিলাম, "কে এই মেয়ে?
কোথায় বসত করে?
নাম বললো, পরিচয় দিলো,
কথার রঙ্গবাহার,
রাত পেরিয়ে সকালবেলা
মেসেজ এলো তাহার।
রূপ তাম্মির অপরূপ আর
চোখ দুটি মায়াভরা,
বলেই ফেললাম, পারবোনা কো
থাকতে তাকে ছাড়া।
হঠাৎ এমন কথা শুনে
ভেবেছিলো ছেলেখেলা,
তিনদিন পরে প্রেমের শুরু
গভীর রাত্রিবেলা।
জন্মান্তরে হয়েছিলো কি
শুরু সে কথা দিয়ে,
প্রথম রাতেই হাজারো স্বপ্ন
দেখেছি তাকে নিয়ে।
সেদিন আমার জন্মদিনে
মধ্যরাতের পরে,
আমায় তাম্মি শুভেচ্ছা জানায়
কবি'র মতো করে।
অপরূপ তার লিখনীতে
জন্মদিনের শুরু,
বুকের মাঝে দমকা হাওয়া
বইছে দুরুদুরু।
সারাদিনভর হাজারো কথা,
রাতেও হয়নি শেষ,
কোনো কোনো রাতে ঘুম হয়নি
আসেনি তবু ক্লেশ।
দিবা-রাত্রি কথার মাঝে
হয়েছে ঝগড়া কতো,
তবুও আমায় ভালোবেসে গেছে
থেমেছে জগড়া যতো!
একদিন, দুদিন, তিনদিন যায়
বাড়ে প্রেমের টান,
রোজ বিকেলে আবদার তার
শোনাতে হবে গান।
এমন করে চলে কিছুদিন
চলছিলো সব ভালো,
আচমকা এক ভুল হলো আর
নিভলো প্রদীপ আলো।