বিকেলবেলা
নদীর ঘাটে,
দেখতে তোমায়
এলাম ছুটে।


☞কী এনেছো
হাতে করি?
ব্যাগের ভেতর
রেশমি চুড়ি?


পরে পাছে
আনবো চুড়ি,
আজ এনেছি
রঙিন শাড়ি।


☞জানো না, আমি
বোরকা পরি?
তবু কেন
কিনেছো শাড়ি?


দেখতে তুমি
মিষ্টি ভারি।
দারুণ লাগবে,
পড়লে শাড়ি।


☞মিষ্টি আমি
হতে পারি,
বোরকা পরি,
পরি না শাড়ি।


না পড়লে
দিও ফেলে,
পরতে পারো
ইচ্ছে হলে।


☞কেন আমি
ফেলে দিবো?
রঙিন শাড়ি
গায়ে জড়াবো।


ইচ্ছে হলে
পরবে তবে।
তুমি আবার
আসবে কবে?


☞দুদিন পরে
আসবো আবার,
সময় হলো
এবার যাবার।


দুদিন পরে
নদীর ধারে,
বসবো শাড়ির
আঁচল ধরে।


☞সকালবেলা
সময় হলে,
নদীর ধারে
এসো চলে।


সকালবেলা
আসবো চলে,
পা ভেজাবো
নদীর জলে।


☞সন্ধ্যে হলো,
যাই তবে আজ।
জানাই বিদায়,
থাকো মিরাজ।


আমাকে এখন
যেতে হবে,
দুদিন পরে
কথা হবে।