ভয়েস কলে রোজ কথা হয়
দিনে দু-তিন ঘন্টা,
ভিডিও কলে হয় না কথা
ভরে না আর এ মনটা।

হাজারো বাধা পেরিয়ে তাম্মি
কল করতো রোজই,
কল্পনাতে দেখতো আমায়
নয়নজোড়া বুঁজি।

স্বপ্ন পূরণের অঙ্গিকার
দিয়েছিলাম তাকে,
রাখলাম তব তাহার ছবি
মানিব্যাগের ফাঁকে।

সাইকেল নিয়ে যাওয়া-আসা
ভাড়া জমিয়ে প্রেম,
তার স্বপ্ন করতে পূরণ
ছবিতে সাজাই ফ্রেম।

তাম্মি আমায় গান শোনাতো
মনটা খারাপ হলে,
ডেকেছি তাকে শত শতবার
"অর্ধাঙ্গিনী" বলে।

বলেছি তাকে, "সাকিব নামটি
রাখবো ছেলে হলে",
তাকে আবার ডেকেছি আমি
"সাকিবের আম্মু" বলে।

আমায় লোকে প্রশ্ন করে
ফ্লেক্সিলোডের বেলা,
"প্রতিদিন কেন টমটাইম লাগে,
খেলো কি প্রেমের খেলা?"

লোকের কথা উডিয়ে দিয়ে
কল করি রোজই তাকে,
সকাল, বিকেল, সাঁঝ কিংবা
কখনো পড়ার ফাঁকে।