অবসান হলো পড়ালেখার
মাস্টার্স হলো শেষ,
সাবরিনাকে খুঁজছে আমার
চক্ষু অনিমেষ।

একদিন রাতে ভোজনের কালে
মা বললো ডেকে,
"বুঝলি খোকা, তোর জন্য
মেয়ে রেখেছি দেখে।"

হঠাৎ মায়ের এমন কথায়
হলাম হতবাক,
শুধু বললাম, "এক্ষুনি নয়,
আর কিছুদিন যাক।"

মা বললো, "মেয়ে দেখেছি,
করতেই হবে বিয়ে।"
পরশু নাকি খালা-ফুপুরা
যাবে হলুদ নিয়ে।

পরশু হবে হলুদ-ছোঁয়া,
দুদিন পরেই বিয়ে।
হলো নাকো আর ঘর-সংসার
সাবরিনাকে নিয়ে।

রাত পেরিয়ে ভোর হয়ে যায়
আসেনি চোখে ঘুম।
সকাল থেকেই শুরু হয়ে যায়
আমার বিয়ের ধুম।

পুরো বাড়ি আজ মেতে উঠেছে
আনন্দ-উৎসবে,
আমি শুধু ঘরের কোণে
কাঁদছি যে নীরবে।