এক ঘণ্টা
নদীর ঘাটে,
চেয়ে আছি
তোমার বাটে।
☞সকালবেলা
পড়ার পরে,
আচার এনেছি
কৌটা ভরে।
তোমার হাতের
আচার খেয়ে,
যাবে আমার
প্রাণ জুড়িয়ে।
☞আমায় তুমি
গান শোনাবে?
মিষ্টি সুরে
মন ভরাবে?
পরে কখনো
গান শোনাবো,
পদ্য দিয়ে
মন ভরাবো।
☞কি গো কবি,
কবিতা লিখো?
মনের খাতায়
জমিয়ে রাখো?
কবিতা লিখি
দুয়েক পাতা।
প্রকাশনী –
"ছন্দ ছাতা"।
☞হয়েছে কেমন
আমের আচার?
জুড়িয়েছে কি
প্রাণটি তোমার?
তোমার হাতের
জাদু নিয়ে,
আচার দিলো
মন জুড়িয়ে।
☞শুক্রবারে
আসবো আবার,
আনবো তোমার
প্রিয় খাবার।
আনবে বুঝি
কাচ্চি রেঁধে?
জানলে বাসায়,
মারবে বেঁধে।
☞বাড়ির মানুষ
বুঝবে নাকো।
এবার আসি,
তুমি থাকো।
শুক্রবারে
আসবে কখন?
সূয্যিমামা
ডুববে যখন?
জুম'আ নামাজ
পড়ার পরে,
এসো চলে
নদীর ধারে।