তোমায় ছাড়া শূন্য আমি
মরছি ধুঁকে ধুঁকে,
প্রেম হারানোর মৃত্যুক্ষুধা
চলছে আমার বুকে।
স্মৃতিগুলো সব জোট পাকিয়ে
ডাকছে উঁকি দিয়ে,
সবাই মিলে এনেছে খবর,
আজকে তোমার বিয়ে।
সকালবেলা ফ্যানের সাথে
ঝুলিয়েছিলাম রশি,
শত চেষ্টায় ব্যর্থ হলাম,
হলো না যে আর ফাঁসি।
দুপুরবেলা দোকান থেকে
কিনে এনেছি বিষ,
থামিয়ে দিবো জীবন-বাঁশি
বাজবে না আর শিস।
বেলা গড়িয়ে বিকেল হলো
হাতে বিষের শিশি,
কষ্টেভরা হৃদয় তোমায়
স্মরণ করছে বেশি।
অশ্রু বেয়ে গড়াচ্ছে জল,
চিৎকার মাঝে মাঝে,
বিষের শিশি হাতে নিয়ে
বিকেল থেকে সাঁঝে।
সূর্য ডুবে ওই আকাশে
পূর্ণিমা চাঁদ হাসে,
বিষের শিশি এবার আমার
মুখের কাছে আসে।
ঠোঁটের মাঝে লাগিয়ে দিয়ে
উল্টাই শিশিখানা,
গণ্ডদেশে চলছে এখন
জ্বালা আর যন্ত্রণা।
বামহাত রাখি বুকের উপর
ডানহাতে কলমখানি,
শেষ একবার পান করছি
মৃত্যুকালের পানি।
মুখ থেকে গড়িয়ে এলো
রক্ত কয়েক ফোঁটা,
একটু পরেই জীবন-ঘড়ি
থামিয়ে দিবে কাঁটা।
যাচ্ছে আমার জীবন-গাড়ি
মৃত্যুপুরীর দিকে।
এবার আমার যাবার পালা,
"বিদায়" সমাপ্তিতে।