জুম'আ পড়ে
যাইনি ঘরে,
এসেছি ছুটে
নদীর ধারে।
☞এনেছি রেঁধে
বিরিয়ানি,
কোল্ড ড্রিংকস আর
ঠাণ্ডা পানি।
আহা, কি মধুর
রান্না তোমার!
জিভে আসে জল,
স্বাদের বাহার।
☞খাওয়ার শেষে
মিষ্টি নিও,
ক্ষীর, পায়েস আর
সেমাই খেও।
জানলে বাসায়
এসব কথা,
ভাঙবে পিঠে
খুন্তি-হাতা।
☞জানবে না কেউ
কিছু হবে না,
খাইয়ে দিচ্ছি
আর কথা না।
খাইয়ে দিবে
মুখে তুলে?
স্বপ্নে নাকি
ভাবছি ভুলে?
☞খাও তো তুমি
তাড়াতাড়ি,
ফিরব বাসায়
হচ্ছে দেরি।
আসা-যাওয়ায়
চলছে খেলা,
আবার কবে
আসার পালা?
☞তোমার কবে
সময় হবে?
আসবো চলে
বলবে যবে।
কাল বিকেলেই
এসো চলে,
পা ভেজাবো
নদীর জলে।
☞আসবো আবার
দুদিন পরে,
চলে এসো এই
নদীর ধারে।
সকাল নাকি
বিকেল বেলা,
চলবে কখন
প্রেমের মেলা?
☞ফজর সেরেই
বসবো এসে,
এসো তুমি
নামাজ শেষে।