স্কুল জীবন শেষ হয়েছে
শুরু কলেজ জীবন।
ঢাকায় এসেও সাবরিনাকে
খুঁজছি সারাক্ষণ।
ফার্মগেট থেকে যাত্রা শুরু,
শেষ নিউ মার্কেটে।
নীলখেত গিয়ে বইগুলো কিনে
কলেজে এলাম হেঁটে।
হাঁটতে হাঁটতে খুঁজছি তাকে,
মিললো না তার দেখা।
কলেজের দ্বারে চোখ পড়তেই
"KNOW THYSELF" লেখা।
ক্লাস শেষে ইডেন কলেজের
সামনে দিয়ে ঘুরে,
বাসের জন্য দাঁড়িয়ে আছি
গিয়ে আজিমপুরে।
খুঁজেছি অনেক হাঁটতে হাঁটতে
ইডেনের পাশ দিয়ে,
মনের মাঝে হাজারো কথা
সাবরিনাকে নিয়ে।
চক্রাকার বিআরটিসিতে
বাসায় গেলাম ফিরে,
পেলাম না আর সাবরিনাকে
হাজার লোকের ভীড়ে।
এভাবেই চলে কলেজ আমার
সাবরিনাকে খুঁজে,
কল্পনাতেও সেই চেহারা
নয়নজোড়া বুঁজে।