চোখে কেন আজ
গড়াচ্ছে জল,
ভিজছে কেন
শাড়ির আঁচল?

☞বলবো খুলে
সবটা পড়ে,
লাগছে কেমন
শাড়ি পরে?

লাগছে তোমায়
মিষ্টি ভারী,
চোখে কেন তবে
অশ্রুবারি?

☞বলবো সবই
সবুর করো,
একবার আমায়
জড়িয়ে ধরো।

কি হয়েছে
খুলে বলো,
আজকে তোমার
কি বা হলো?

☞জেনেছে সবই
বাড়ির লোকে,
মেরেছে আমায়,
বকেছে মাকে।

হবে না আসা
নদীর ধারে?
পত্র লিখো
আমার তরে।

☞থাকতে হবে
বন্দী ঘরে,
বিয়ে ঠিক হবে
কদিন পরে।

একলা একা
তোমায় ছেড়ে,
বাঁচবো না আর
যাবোই মরে।

☞বাজে কথা
নিও না মুখে,
কষ্ট ভরা
আমার বুকে।

তোমার মত
আর কাউকে,
পাবোনা খুঁজে
ভুবন-বুকে।

☞আসবে আরো
ভালো নারী,
দেখতে ভীষণ
সুন্দরী।

থাকতে পারে
হাজার নারী,
তুমিই আমার
জীবন-ঘড়ি।

☞দুদিন পরে
করবো দেখা,
আনবো স্মৃতি
যত্নে রাখা।

তুমিই আমার
কান্না-হাসি,
তোমায় ছাড়া
পরবো ফাঁসি।

☞পারবো না আর
করতে দেরি,
এখন তবে
যাচ্ছি বাড়ি।