আর সকলের মতো আমিও
তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিই
মুগ্ধ কৌতুহলে;
নব রস চকিতে তরঙ্গ তোলে,
দশ মহাবিদ্যা ফুটে ওঠে
স্বকৃত কৌশলে।
পুষ্পবাণ নিক্ষেপণ?
-ওতো ছেলেখেলা!
পরমেশ্বর প্রাপ্তির
ছলা-কলা প্রদর্শন,
লাজুক মনের তির্যক উপযোজন,
কিংবা লালসাবৃত গ্রাসের
অদ্ভুত বিবর্তন-
সবই অধিগত
তোমার কেন্দ্রীয় গোলকে।
এত পারো তুমি!
-কে না মুগ্ধ হবে?
তবুও তোমায় অনেকেই চেনে বন্ধু,
তাই দুগ্ধে গোচনার মতো
তোমার নিন্দার কথা
চলে অন্তরালে;
তখন তুমিও শ্রেষ্ঠত্ব খুইয়ে
রও সাধারণের দলে।