আজ তুমি খেদানো ডোমনি।
গন্ডা গন্ডা বিদুষী রূপবতী
আজ তোমার ডোমকে ঘিরে রাখে,
আপন পছন্দমত আলো মেখে থাকে সুখে।
নিতুই রূপবতী সাজানোর রোশনি এনে
রকমারি ছাঁদের বেণী বাঁধে।
আজ আর সেই নড়বড়ে বেঢপ দীপগাছাটা লাগেনা
বাউন্ডুলে পবন আজ যখন তখন ছোঁ মেরে
অন্ধকারে টানতে পারে না।
এখন কোথায় আছো গো তুমি?
থামো থামো, মনে হয় কোথায় যেন দেখেছি আমি।
মনে পড়েছে, তালবোনা পারের
নব্বই ছুঁই ছুঁই ফুড়ি বুড়ির ঘরে,
রাখা আছে মেঝের বিছানার মাথাতে,
খয়েরবাস্কোর সাথে
যদি দরকার হয় রাত-বিরেতে।