থিতানো কাদার মতো ইচ্ছাগুলো,
চুঁয়ে পড়া, ছুঁয়ে দেখবার স্মৃতি;
আঙুরের গোছা, অনেক বিস্মৃতি—
বুদবুদের মতন উঠে এল।

পড়া-লেখা-দেখা-শোনা-চাখা নিয়ে
চাওয়াগুলো তো মিটে যেতে চায়,
বাজারে-দোকানে-ঘরে বা রাস্তায়;
তবু বুঝে যাই, পরিতৃপ্তি নাই।

গড়পড়তা ভোগটা প্রায় শেষ।
লোভীর মতো বেশি ক’রে খাওয়া,
বিলাসী সেজে পিঠ-রোদে শোওয়া—
স্বস্তির বদলে  বাড়ালো যে ক্লেশ!

আদা আর শ্বাস থেকে লব্ধ জ্ঞান
বা্স্তব দেখিয়ে ধাক্কায় সরালো,
বার দুই এপাশ-ওপাশ ক’রে
জীবনটা খাঁজে হয়ত দাঁড়ালো।
               <>