অস্ফুটে আলোকে ডেকে যায় পাখি,
সুরেলিত কণ্ঠে ভেঙে যায় ঘুম,
প্রভাতের কলতানে হবে তুমি সুখি,
রসিক শিশুর মূখে শুনবে হালুম।
রাতের শিশিরে ওই ভিজে গেছে ঘাস,
ভোরের সকালে চলো ভেজাই চরণ,
মনে বড় সাধ মোর জাগে অভিলাষ,
হৃদগ্রাহী প্রকৃতিতে জুড়াই নয়ন।
আলোকের ক্ষীনকায় উকি মারে সূর্য,
আসমানে ধ্রুবতারা মুছে যায় লহমায়,
একদিকে চাঁদ-খানি ধারে দেখো ধৈর্য,
দিনের আলোয় চাঁদ মিশে কোথা যায়।
ভোরের বাতাস যেনো শির শিরে বয়ে যায়,
প্রশ্বাসে শ্বাসনালি ফুড়ে দেয় বায়ু,
সৃষ্টিরা স্রষ্টার স্তুতি গেয়ে যায়,
শুদ্ধ ভোরের বায় বাড়বে আয়ু।