পুকুরপাড়ে দাঁড়াতেই দেখি,
কিরণ আসছে ধেয়ে।
ঢেউ থেকে এক আলোকপ্রভায়,
চোখ যায় ঝলসিয়ে।

চমকে গিয়ে একফালি শ্বাস,
আটকে গেছে হায়।
চোখবুঝে মোর আলসে চিত্ত,
রহস্য ঠাওরায়।

ভিতু এ হৃদয়, ভয়ে ভিত হয়,
পুকুরেতে জানি কি?
পুকুর জলে, মৃদু কল্লোলে,
ফিনকি আজগুবি।

সন্ধান পেতে জুয়াই তাগদ,
মেলেছি এবার নয়ন।
সহসা দেখি,ও-মা এ-কি,
এ- তো সূর্যের বিচ্ছুরণ।