থর থর কাপছি,
অকাতরে যপছি,
শৈত্যের তাড়নায়
ভুল ভাল বকছি।
ঝিরিঝিরি কুয়াশা,
দেখি সব ধোয়াশা,
দাড়ালেই জানালায়,
বুক কাপে সহসা।
রোদ নাই,
তেজ নাই,
লোমকূপ শিউরে।
পল্লির আঙিনায়,
নাই দেখো কেউরে।
উত্তুরে বাতাসে,
নিদারুণ আকাশে,
গোসলের শংকায়,
শিশুসব হতাশে।
উত্তরে শীতকাল,
টলমল করে ভাল,
শৈত্যের দমকায়,
সকলেই চমকায়।