ওরা দশ জন,
বলো কেমনে করি তাহার স্মৃতিচারন?

ওরা দশ জন,
ওরা উল্লাসে উল্লঙ্ঘন।

সদা সোল্লাসে মেতে ওঠে,
ওরা অবিরাম ছুটে চলে
মিঠি মিঠি আনন্দ উৎকটে।

ওরা থাকে নাকো অবরুদ্ধ,
ওরা হতাশ নহে,
হতাশাকে করে জব্দ।

ওরা দশ জন,
সতত তাহাদের গুঞ্জন
এই কর্ণে ভাসিয়া আসে,
মোর দোদুল হৃদয় ভাসে।