ছোট্ট শিশুর চিন্তা জাগে,
স্বাধীনতার মানে।
স্বাধীনতার গল্প বুঝি,
মায়ের অন্ত জানে।
মায়ের কাছে বলছে শিশু,
কি-গো স্বাধীনতা?
স্বাধীনতায় স্বপ্ন বাঁচে,
বাঁচে মানবতা।
সাইদ-মুগ্ধ-লাখো শহীদের,
রক্তের বন্যায়।
স্বাধীনতা আসে,তিক্ত বাতাসে,
ভেসে যায় অন্যায়।
শুদ্ধ ধরা গড়ার তরে,
আসে স্বাধীনতা।
জগৎ-বাসির চিত্ত জুড়ায়,
কাটায় বিষন্নতা।