আকাশ পানে চাই,
তোমার মতো উদার পরান নীলিমার বুকে নাই।

আমি গোলাপকে ঠাওরাই,
তবু মনোহর ঐ মলিন চেহারা
রচিতে নাহি পাই।

তিমির রজনী আলোকিত হয় চন্দ্র যবে হাসে, রাসুলুল্লাহ'র গল্পে হৃদয় উদাসী বায়ে ভাসে।

তাহার ঘনকালো কুঞ্চিত কেশ পাল,
হেরিলে তাহারে থাকিতাম বুঝি
অপলক চিরকাল।

মধুর সুরে মিষ্টি বোলে রবের দেওয়া বানী,
সকল কলবে আলোড়ন তোলে
দিনভর নিশীথিনী।

রম্য তাহার মুখের ভাষা লাবণ্যময় হাসি, মানবজাতির হৃদয়জুড়ে 'আহমাদ' অবিনাশী।

অনুকরণীয় আদর্শ এক, উৎসাহ মুমিনের,
শুধু গোত্র ভেদে নবী নন তিনি নবী এই জমিনের।