স্বপল্লিটা করিয়াছে মোরে মনোমুগ্ধ,
পল্লিবিলের জল মনে হয় তা দুগ্ধ।
পল্লির প্রকৃতি মোরে করিয়াছে জব্দ,
শান্ত পরিবেশে তাহার হয় না শব্দ।
গ্রামীণ জীবন নয় তো বিশাদ শান্ত,
ঐ সবুজ মাঠ জুড়িয়াছে মোর অন্ত।
পক্ষি ডাকিয়া ওঠে,ভাঙিয়া যায় ঘুম,
আসিলে ফের শীত,পড়ে পুলির ধুম।

পল্লির লোকজন কর্মে কাটায় দিন,
বিশ্বচোখে পল্লিবাসী হইছে শৌখিন।
পল্লির স্মৃতিগুলো অদ্য মন জুড়ায়,
সেসময় আর আসিবে কি কভু হায়।
শহুরে কোলাহলে ক্লেশে ভরে এ মন,
থাকি পল্লি বাতাসে, ডুবিয়া সারক্ষন।