আমার দিন-ক্ষন চলে যায়,
শুধু তোমারি অপেক্ষায়।
ভুবন মাঝে চিত্ত শুধু তোমাকেই ঠাওরায়,
তবু খুঁজিয়া নাহি পায়।
তুমি ফিরবে বলে,
ফুটেছে আজি গন্ধরাজের কলি।
উঠানের পাশে বড় গাছটিতে, ফিরেছে বুলবুলি।
তুমি ফিরবে বলে,
আশংকায় আজ কাঠগোলাপের দল।
ঝরে যায় হায়! ভেবেও আবার, হয়ে ওঠে সচ্ছল।
তুমি ফিরবে কবে বলো,
ফিরবে বলে বলেও,
তোমার ফেরা নাহি হলো।
তুমি ফিরবে কি কভু হায়?
তোমার লাগি উদার পরান,
রয়েছে অপেক্ষায়।