ভুলের নদে অবগাহন,
মিটেছে জ্বালা গায়ের?
উঁহু! মিটবে না।বরং বাড়াবে দহন।
খোঁজ করো পরিশুদ্ধ নায়ের।