নীলিমার নীলে
তুমি আমি মিলে
শুভ্র মেঘের ভেলায়,
পাখির পালকে
মুক্ত দ্যুলোকে
উড়বো দুজনায়।
শীতল অনিলে
স্বল্প সলিলে
ভেজাবো অবয়ব,
বলব তোমায়
সময়-অসময়
তুমি আমার সব।
নিশিথে গগনে
তোমার সনে
দেখবো তারকারাজি,
জ্যোৎস্না'র আলোয়
ডিঙির নিলয়
শশী তুমি; আমি মাঝি।
নদীর তটে,
প্রবল উৎকটে,
ডুবন্ত সবিতা।
তোমার তরে,
চিত্ত ভরে,
শোনাবো কবিতা।