প্রার্থনা আজি করিতেছি বিভো
ক্ষমা করিও মোরে।
বারযাখ ও আখিরাতে তুমি
রেখোনা অত্যাচারে।

ভুল করিয়া আমি, করিয়া ফেলিছি
  শত শত পরমাদ।
দয়া করো ওরে,      দান করো মোরে,
             দান করো প্রাসাদ।
পাপ করিয়া আমি,     হৃদয় যামিনী,
              হৃদয় হইছে শোকানল।
হেদায়েত আসিয়া,       থাকিনি থামিয়া,
               ফিরেছি এক পল।
মুনাজাত করি,           আজি ভরি ভরি,
      দানকরো মোরে সুখের ক্রোড়।
দুঃখ দিও না,                বিষাদ দিও না,
            দিওনা মোরে বৈশ্বানর।
বক্ষের মাঝ,               খুলে গেছে আজ,
          অশ্রু ঝরছে নেত্র থেকে।
এ হৃদয়ে মোর,             দিয়ে দাও জোর,
            মুড়িয়ে দাও চারু কণকে।
জাগিয়াছে সাধ,         নত করিয়াছি কাধ,
             মিনতি তোমার আশ্রয়।
দান করিবে যবে,             প্রশমিত হবে,
          যত আছে মোর সংশয়।
ওহে মোর রব,               তুমি পারো সব,
     বানো মোরে শহিদ না হয় গাজি।
সহায় হইয়ো,                  পাশে থাকিও,
       যখন আমি পুলসিরাতের মাঝি।