কোন পথে হাঁটছো,
খবর কি রাখছো?
নাকি ফের অযথাই,
সময়েরও খোঁজ নাই!

মুমিনের পথ খানা,
বিপদ দিয়েই টানা।
ক্ষণ-কাল পরে সেথা,
ভীড় করে সফলতা।

রবের প্রেরিত যারা,
সম্মুখ জ্ঞাত তাঁরা।
জীবনের প্রতি-ক্ষণে,
সমীক্ষা সূচ হানে।

দুনিয়াটা প্রশারিত,
ভেবে করি পাপ শত।
মুমিনের সমাচার,
এ দুনিয়া কারাগার।