আমি মানুষ,
নই নির্জীব এক ফানুস।

আমি সৃষ্টি জীবের সেরা,
মানব জাতিই শাসন করছে
নিখিল বসুন্ধরা।

হ্যাঁ আমি মানুষ।

আমি সৃষ্টিরে নয় স্রষ্টারে করি ভয়,
অভিলাষ মোর সত্য আনবো
আসলে আসুক লয়।

আমি ডরি না কোনো রক্তমাখা দন্ড,
আমি অত্যাচারীর হতাশায় প্রকান্ড।

আমি বিন কাসিমের দুরন্ত তুরঙ্গ,
ওমরের মত দুর্বার
আমি হিমালয়ের ঐ শৃঙ্গ।

আমি করি গো আকিঞ্চন,
চেঙ্গিস হয়ে ধরবো বিজয়া কেতন।

নাই মিথ্যায় কোনো আপোষ,
সদা সত্যের পথে অবিচল
আমি ছুটে চলি নিরলস।

ভবে বিনয়ী আমি নম্র,
নির্ভিক এক জীবনেই
আমি খুঁজে পাই প্রসন্ন।

আমি মানুষ।