কবিতা তোমায় ভাবিনি কতদিন,
সময়ের স্রোতে যাচ্ছি ভেসে।
আজ পারছিনা গো স্মরিতে তোমায়।
শুধু চিন্তিত অবিরাম,
মগজ এবার ক্লান্ত হয়ে,
বলছে থাম-থাম।
কি করে বলো ফেরাবো আমায়,
তোমার আঙিনায়।
কবিতা,
মোর জীবনের দুর্দিন,
যবে হয়েছি আমি রুক্ষ।
সাহস জুয়ায় তুমি বলেছিলে ক্ষয়হীন,
করেছো মোরে দক্ষ।
তবু ভুলে গেছি প্রায়,
তোমার সহায়।
মন থেকে তবে,
মুছি নাই ভবে।
রেখেছি ডায়েরির পাতায়।
প্রার্থনা করি কবিতার সনে
অটুট থাকুক সখ্য।