হঠাৎ থেমে যায় এই জীবন,
কাতর চিত্ত ডুকরিয়ে বলে
তিক্ত এ ভুবন।

কর্মের দিকে এগোলেই কি-যে,
পিছ থেকে দেয় টান।
ফিরে দেখি মোর হতাশ হৃদয়,
করছে খান-খান।

দুর্বল হয়ে কাতর চিত্ত,
থেমে যায় কাজে কর্মে।
অস্থির থেকে প্রকান্ড হয়ে ওঠে জানি কোন মর্মে।

মনে পড়ে যায়,
দিনগুলো হায়,
হেরেছি সেদিন আমি।
আর আমি বুঝি,
জিত পাবো না খুঁজি,
হয়েছি নিরুদ্যমি।

এমন সময়,
মন ডেকে কয়,
এবার নাহি হারবে।
জোর দিয়ে কাজ,
করো তুমি আজ,
পারবেই তুমি পারবে।