মানুষের গায়রত
বোধ নেই আজ,
অল্পেই হেসে ওঠে
মুখে পড়ে ভাজ।

রাসুল বলেছে হায়
হেসো না অযথায়,
আমি যা জানি
যদি তুমি  জানতে,
নগন্য  দুনিয়ায়
ডুকরিয়া কানতে।

সারাক্ষণ কাদতে
বলছিনা আমি,
মুসলিম উম্মা'র
গায়রত দামি।