ফজর বা'দ,
করো হে খাঁদ।
চাপা দাও মাটি,
জীব জনমের ইহাই ঘাটি।

রাতে কাতরায়,
রোগ- ইশারায়। 
শেষ নাকি হায়, 
মানব জনম!
এই বুঝি এই হলো খতম।

ঘন আধারে,
শিকহীন দ্বারে।
বিদায় দিতে জনে,
আধাঘুমে এক অবুঝ শিশু, 
তাকিয়ে আনমনে। 

কিসের দায়,
ছট-ফটায়?
শিশুর মন,
জিজ্ঞাসায়,
হারায় গভীর বনে।

শেষ রাততিরে
কোন-সে খাতিরে
পরলোকে দেয় পাড়ি,
বেদনার হাকে
শিশু কাঁখে;মাতা
করে যায় আহাজারি। 

কীর্তিমানের নাও-কো পদধুলি,
ভুবন তোমার নয় হে চিরকাল।
কাজ-কর্মে বেছে নাও ভালোগুলি,
তবেই আবার খুলতে পারে ভাল।