আধার রাতের কালো ছায়ায়,
পড়ল এদেশ ঢাকা।
চিন্তার ছাপে পথপানে রই,
ফিরলো না যে খোকা।
মাতৃ হৃদয় দুশ্চিন্তায় কাতর হয়ে থাকে।
চাতক পাখিও ফিরছে নীড়ে,
দল বেধে ঝাঁকে ঝাঁকে।
মা জননী পথ সম্মুখে তাকায় পলকহীন।
দূর রাস্তায় শুনেছে এবার বাজছে গাড়ির বীণ।
ক্ষনিকেই এসে থামলো গাড়ি করতোয়া প্রান্তরে।
এই বুঝি বাছা ফিরল বাড়ি প্রসন্ন অন্তরে।
আবছা চোখে দেখছে মা,
কাফনে জড়ানো লাশ।
জনকয়েকে ধরেছে কফিন,
করছে হাস-ফাস।
মায়ের মনে ঝড় উঠেছে ছুটছে কফিন পানে।
কার লাশ এসেছে বাড়ি,
বলল সরোদনে।
কাফন সরিয়ে দেখলো ছেলের,
রক্তমাখা মুখ।
অনুভূত হলো অস্ত্রাঘাতে,
ফাড়লো মায়ের বুক।
পড়তে পাঠিয়ে ভাবনা মায়ের,
হবে খোকার মঙ্গল।
কেউ কি আছে করবে পূরণ,
মায়ের অভাবী কোল।