আজ দিনখানা আমি একা,
মন বলে বোকা;
মন খানাতেই হাজার কি:মি ফাঁকা।
এ কেমন হায় জীবন!
একা একা ফের
চলবেনা বুঝি নির্জীব এই ভুবন।
আমি কি-যে করি হায়,
কেবা-কেবা করি
আচমকা এই দিনকাল কেটে যায়।
তবে মন ভোলানোর সায়,
আমি পাবোই-বা কোথায়?
একা আজ তাই
দূঃখ বিলাই,
কিঞ্চিৎ আশে মনরে ভুলাই।