হাঁটছে বাবা ছেলে,
হঠাৎ বারুদ-উল্কা এসে,
উভয়ে ছিটকে গেলে।
ছেলে; যায় যায় চলে জীবন,
নেত্র বারি অঝর ধারায়,
বাবা; করছে যে ক্রন্দন।
ছেলে; শেষ বারে তার বাবার আঙুল,
ধরতে চেষ্টা করে।
বাবা; এক'পা দু'পা হাটতে হাটতে,
ফের লুটিয়ে পড়ে।
আমার ভাইয়েরা এমনি ভাবেই, জীবন যাপন করে। ফিলিস্তিনি ভাইয়েরা আমার যুদ্ধে জীবন গড়ে।
কোনো শিশু দেখ পিতা হারা আর,
কোনো শিশু হারা মাতা,
কোনো শিশু দেখ সব হারিয়ে,
ঠাই নাই তার কোথা।
ফিলিস্তিনের ভাইয়েরা আমার,
লড়বে কি শুধু একা,
মুসলিম আজ যুক্ত এতে,
যায় না এমন দেখা।
প্রশ্ন যদি করে মোদের, কঠিন বিচার দিনে।
জবাব মোরা কি-যে দিব, চিন্তা জাগে মনে।
দোয়া ছাড়া আর কি-বা পারি, করতে তাদের জন্য। বয়কট কর বয়কট কর, ইসরায়েলি পণ্য।
যোগাযোগ সব বন্ধ করো ইসরায়েলির সাথে,
ঐ ইয়াহুদ জাতি ধ্বংস হবে মুমিনদেরই হাতে।