রৌদ্র তাপে, শরীর কাপে,
গলা শুকিয়ে কাঠ।
বুইড়া ব্যাটায়, পড়লো ল্যাঠায়,
ফেটে গেছে মাঠ ঘাট।
তৃষ্ণা কাতর, শরীর-গতর,
ক্লান্ত বৃদ্ধ লোকের।
হাতের থলে, পড়ছে ঝুলে,
এই ভার বুঝি শোকের।
ওই যে দূরে, দ্বিপ্রহরে,
বড়বাবুদের দ্বার।
পিপাসার তরে, বৃদ্ধ লড়ে,
করছে হাহাকার।
মন্থর পা'য়, পৌছে সেথায়,
ভগ্ন স্বরে ডাকে।
এসে দারোয়ান, হয় মহিয়ান,
"দূর হ এখান থেকে"।
শোনো বাবু-সাব, তোমার অভাব,
আসবে না কভু ভাই।
প্রার্থনা করি, কিঞ্চিৎ বারি,
পিপাসায় কাতরাই।
দারোয়ান এসে, দুয়ার ঠেসে,
ফের বলে দূর হও।
ওইযে দূরে, কতক নরে,
তাদের গিয়া কও।