আসিবে তুমি আমার ভাঙ্গা ঘরে
পাখির মতো হাওয়ায় উড়ে
কথা দাও যাবে না তুমি অনেক দূরে
আসিব সঙ্গী হয়ে আমার এ নীড়ে।

কেননা সারাটা রাত জেগে থাকি
আমার কল্পনায় তোমার ছবি আঁকি
বসন্তের মতো অবহেলা করে দিওনা ফাঁকি
এ জীবন তো নয় বরং বন্যা বয়ে থাকা এক ঝুঁকি।

তোমার অপেক্ষায় আজও এই মন
করেছে কতো সাধনা ভাবনা অন্ধকার করে ভুবন
তাইতো এতোটা ভালোবাসি মোর প্রজ্বলন
জ্বলবে এক দিন আমার ভাঙ্গা ঘরে করিবে আলোর বিতরণ।।