নিজের আত্মা যেমন করে
অন্যের আত্মা শুধু বায়না ধরে
কিন্তু ভাবেনি কোনো দিন
পর থেকে নিজ ভালো হয় যদিও ভিন‌।
তাই বুঝি এতোটা খারাপ
যতো ছিল আত্মার বিলাপ
সবি কি তাই
যেমন পুরা কালো ছাই।
কেউ হয়তো জানে
কবিতায় নয়তো অজৈব গানে
আত্মা মানে কোনো কিছু নয়
যেটা ছিল অজানা ভয়।

জানি গো আমি জানি
তাইতো এ চোখে পানি
নিজের আত্মা যতোটুকু নিজের জন্য করে
তার বিপরীতে অন্যের আত্মা শুধু বায়না ধরে।

কবিঃ এস.এম ছাইফ উদ্দিন
রচনা কালঃ ০৪/০৭/২০২৪ ইং
কাব্যঃ “অজনা সুরে আজ বহু দূরে”
রচনা স্থানঃ ২নং রামপুর, নিজ বাসভবনে